বংশীনগর সূর্য্য তরুণ উচ্চ বিদ্যালয়ের নব সভাপতিকে সংবর্ধনা
মাসুদ পারভেজ, স্টাফ রিপোর্টার।।
মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর সূর্য্য তরুণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নব সভাপতি ও বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক আলা উদ্দিন আল আজাদকে সংবর্ধনা দিয়ে বরন করে নিল বিদ্যালয় কর্তৃপক্ষ,অভিভাবক,সুশীল সমাজ,রাজনীতিবীদ সহ প্রমূখ।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এমন আয়োজন করা হয়।এ সময় বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলেই সহযোগিতা করবেন বলেও প্রতিশ্রুতি দেন এবং সকল বক্তারা বলেন, বিদ্যালয়টি আবার তার প্রাণ ফিরে পেয়েছে,এতে আমরা সকলেই গর্বিত।
জানা যায়,এই প্রথম যিনি বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক ছিলেন, আবার সভাপতি হিসেবেও দায়িত্ব নিয়েছেন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব সভাপতি ও বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক আলা উদ্দিন আল আজাদ সহ প্রমূখ।