শুরু হলো অমর একুশে বইমেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবারের বইমেলা উদ্বোধন ঘোষণা করেছেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, এবছর বইমেলা দেরিতে শুরু করতে হলো। প্রস্তুতি ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় করোনার প্রাদুর্ভাব দেখা দিল। যেকারণে দেরি করে শুরু করতে হলো। আজকে ১৫ ফেব্রুয়ারি উদ্বোধন করতে পারছি সেটাই বড় কথা।
তিনি আরও বলেন, যেহেতু দেরিতে শুরু হলো বইমেলাটা, একমাস করা যেতে পারে। অনেকে অনুরোধ করেছেন মেলার সময় বাড়িয়ে দেওয়া যায় কিনা। আমার মনে হয়, এক মাস চলতে পারে। বাকিটা আপনারা দেখবেন কতটা করতে পারেন।
শেখ হাসিনা বলেন, বইমেলা শুধু বইমেলা না, এটা মিলন মেলা। করোনার কারণে আমি ঘরবন্দি। ভাগ্যিস ডিজিটাল বাংলাদেশ করেছিলাম। যারা বইমেলায় আসবেন তারা স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি স্মরণে রাখবেন।