ইয়াছির আরাফাত
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে মঙ্গলবার (২৯ আগস্ট) জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় খয়ের উদ্দিন ফাজিল (ডিগ্রি) মাদরাসায় বকশীগঞ্জ থানার আয়োজনে মাদক, জুয়া,ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, অশ্লীলতা, সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনতামূলক বিট পুলিশং সভা অনুষ্ঠিত হয়েছে।
বিট পুলিশিং সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।বিশেষ অতিথি দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী ও বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী , বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল, উপদপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ, প্যানেল মেয়র মিজানুর রহমান, খয়ের উদ্দিন মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম এবং বকশীগঞ্জের বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক, ইমাম সহ আরো অনেকই উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিট পুলিশের কার্যক্রমকে আরো জোড়দার করতে হবে। বিট পুলিশিং সেবার মাধ্যমে সামাজিক সমস্যা সমাধান করা সম্ভব। বিশেষ করে মাদক, জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের পুলিশ সর্বদায় প্রস্তুত রয়েছে। জেলা পুলিশ মাদক ও জুয়ার বিষয়ে কোন আপোষ করবে না। যেখানেই মাদক সেখানেই প্রতিরোধ করা হবে। কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।
আমরা ৮ টি বিষয়কে সামনে নিয়ে কাজ শুরু করেছি। পুলিশের পক্ষে সব অপরাধ দমন করা সম্ভব নয় তাই বিট পুলিশিং এর মাধ্যমে সেবা নিশ্চিত করতে হবে।