ইয়াছির আরাফাত
জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৯ই অক্টোবর বেলা ১১.৩০ মিনিটে বকশীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে উপজেলা আইনশৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং, হত্যা, আত্মহত্যা ধর্ষণ, পূজা মন্ডপের নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে উপস্থিত সভায় আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ ১ আসনের জনাব আবুল কালাম আজাদ (এমপি), সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সভাপতির দায়িত্বে ছিলেন, জনাব অহনা জিন্নাত উপজেলা নির্বাহী কর্মকর্তা, আলহাজ্ব শাহিনা বেগম, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলা শাখা, জনাব আব্দুর রউফ তালুকদার চেয়ারম্যান বকশীগঞ্জ উপজেলা পরিষদ, আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর পৌর মেয়র বকশীগঞ্জ, জনাব আলহাজ্ব মফিজ উদ্দিন (সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার) জনাব ডাঃ আজিজুল হক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,
বকশীগঞ্জ থানা প্রশাসন, উপজেলা প্রশাসন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আরো উপস্থিত ছিলেন, বকশীগঞ্জ উপজেলার ইউনিয়ন পর্যায়ে সকল চেয়ারম্যানবৃন্দ। উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ ও ইলেকট্রিক পেন মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।