জিহাদ আহমেদ ,জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে চলছে কঠোর অভিযান, হচ্ছে জেল জরিমানা। শনিবার (২৮ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বকশীগঞ্জ উপজেলার পৌর শহরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজার নেতৃত্বে অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজিজুল হক, র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার আশিকুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিজানে বকশীগঞ্জ উপজেলার ৭ টি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ৮৭ হাজার টাকা জরিমানা আদায় করার পাশাপাশি এফ রহমান হাসপাতাল, ফরিদ ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন ডায়ানস্টিক সেন্টার ও আল মদিনা হাসপাতাল এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই সাথে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফরিদ মিয়া নামে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। বকশিগঞ্জ প্রাইভেট মেডিকেল গুলোতে অনিয়ম-দূর্নীতি হয়ে আসছিল দীর্ঘদিন ধরে। এমন অভিযানে উপজেলা ইউএনও মহোদয়কে সাধুবাদ জানিয়েছেন বকশিগঞ্জ উপজেলার জনসাধারণ। বকশিগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে এই ধরনের অভিযান অব্যাহত রাখার দাবী জানান এলাকাবাসী।