২২ আগস্ট ২০২৩ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বিষয়ক সেমিনারের ৭৫৪তম পর্ব অনুষ্ঠিত হয়। জানিপপ কর্তৃক আয়োজিত জুম ওয়েবিনারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, আমাতুন নূর।সেমিনারে গেস্ট অফ অনার হিসেবে সংযুক্ত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির নির্বাহী সদস্য ইমাম হোসেন মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, গোপালগঞ্জস্থ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক প্রশান্ত কুমার সরকার ও নীলফামারীর জলঢাকা থেকে পিএইচডি গবেষক ফাতিমাতুজ-জোহরা লিমা ও ফেরদৌস ওয়াহিদ বাপ্পি।
সভাপতির বক্তব্যের শুরুতে ড.কলিমউল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন,বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও আদর্শকে সমাজব্যবস্থায় সঞ্চারিত করতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু অমিত বিক্রমে সশস্ত্র হন্তাকারদের মোকাবেলা করেছেন। প্রকৃত অর্থে তিনি ছিলেন নির্ভীক।
ইমাম হোসেন মজুমদার বলেন,বঙ্গবন্ধুর জীবন, আদর্শ ও দর্শনের অনেক সত্য ও ঘটনা অনন্মোচিত থেকে গেছে। গবেষণা করে সেগুলো উন্মোচন করতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, ফাতিমা তুজ জোহরা লিমা।
সভায় বক্তারা বলেন,শোকের মাসে গভীর শোক প্রকাশের পাশাপাশি বঙ্গবন্ধুর প্রেরণাদায়ী ব্যক্তিত্ব ও জীবন, তুমুল দেশপ্রেমী রাজনৈতিক আদর্শ এবং শ্রমিক-কৃষক-মজদুর ও মেহনতি মানুষের জন্য গণমুখী রাজনৈতিক দর্শনকে সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে হবে।
সেমিনারটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু কমিশন এবং রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা শিক্ষা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক এবং ডেইলি প্রেসওয়াচ সম্পাদক ড. দিপু সিদ্দিকী।
সেমিনারে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী শাফিউল বাশার,ব্রাহ্মণবাড়িয়া থেকে ডা. বায়েজিদা ফারজানা ও রাজশাহী থেকে ডা.মাহবুবুল হক ।