Thursday , 25 April 2024
শিরোনাম

বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বান্দরবানে চিত্রাঙ্কন,রচনা আবৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগ এর মাস ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে, বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে উন্মুক্ত চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

১৩ই আগষ্ট শনিবার সকাল ১১টায় জেলা সদরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে আয়োজিত উন্মুক্ত এই প্রতিযোগিতায় জেলা সদরের বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বান্দরবান পৌরসভার মেয়ের মোহাম্মদ ইসলাম বেবী। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য ক্যাসা প্রু মারমা, জেলা আওয়ামী লীগের সদস্য চৌধুরী প্রকাশ বড়ুয়া, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক সামশুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক কেলুমং মারমা,যুগ্ম আহ্বায়ক মো: ওমর ফারুক।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ,সাধারন সম্পাদক জনি সুশীল,বান্দরবান সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি হ্লামংনু মারমা (হ্লাগ্য),বান্দরবান সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ
সম্পাদক রফিকুল ইসলাম সিয়াম, বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগ আহ্বায়ক টিপু দাশ। প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন মোঃ আমিনুর রহমান প্রামানিক,সিনিয়র শিক্ষক বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়, হোসনেআরা শিরিন,সাংস্কৃতিক কর্মী, মেহেদী হাসান, প্রভাষক(বাংলা), বান্দরবান সরকারি কলেজ।

Check Also

যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী

চলমান রাশিয়া-ইউক্রেন, ইসরাইল-ইরান-প্যালেস্টাইনের যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুদ্ধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x