বুধবার, ২২ মার্চ,২০২৩ খ্রি. বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বিষয়ক সেমিনারের ৫৯৬তম পর্ব অনুষ্ঠিত হয়। জানিপপ কর্তৃক আয়োজিত জুম ওয়েবিনারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ইউএন ডিজএ্যবিলিটি রাইটস চ্যাম্পিয়ন ও অনারারি প্রফেসর আবদুস সাত্তার দুলাল। সেমিনারে গেস্ট অফ অনার হিসেবে সংযুক্ত ছিলেন রংপুর মহিলা আওয়ামী লীগের সভাপতি আর্জিনা খানম,পিএইচডি গবেষক প্রশান্ত কুমার সরকার। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, ইউসুফ তাজ। সভাপতির বক্তৃতায় ড.কলিমউল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শিশুদের অসম্ভব ভালোবাসতেন। তিনি প্রায়ই শিশুদের নিয়ে গল্পে মেতে উঠতেন। আর্জিনা খানম বলেন, নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। আবদুস সাত্তার দুলাল বলেন, বঙ্গবন্ধুর আদর্শ প্রচারে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রশান্ত কুমার সরকার বলেন, বঙ্গবন্ধুর আদর্শ চর্চার পরিবেশ সৃষ্টি করতে হবে। সেমিনারটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু কমিশন এবং আমেরিকার মিলেনিয়াম টিভি’র কান্ট্রি ডিরেক্টর ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক ড. দিপু সিদ্দিকী। সেমিনারে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী শাফিউল বাশার, রাজশাহী থেকে ডা. মাহবুবুল হক ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আইডিয়াল কিডস কেয়ার স্কুলের ভাইস প্রিন্সিপাল ডা. বায়েজিদা ফারজানা।