লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজান উপজেলায় বিজয় মঞ্চে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, আলোচনা সভা ও প্রতিবন্ধী সমাবেশসহ বণার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাস ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন করা হয়েছে। মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের আয়োজনে ১১ডিসেম্বর রবিবার বিকালে রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থানী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। উদ্বোধক ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী । বিকেলে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। বিজয় মেলা উদযাপন পরিষদের আহবায়ক,রাউজান উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে বিজয় মেলা উদযাপন পরিষদের সচিব ও পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার, সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সি. সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমূখ।উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতা কর্মী, জনপ্রতিনিধি,শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।