“বন্দরে পাওনা টাকা চাওয়া কাল হলো মারুফের” সহোদরকে কু/পিয়ে জ/খম
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই সহোদরকে কু/পিয়ে জ/খম করেছে স্থানীয় স/ন্ত্রাসী সবুজ গং। শুক্রবার রাতে রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—দক্ষিণ কলাবাগ এলাকার মোহাম্মদ রফিক আলীর ছেলে মারুফ ও তার ভাই পান্না। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহন করে বাড়িতে ফিরেছেন।
ভুক্তভোগী মারুফ জানান, বন্দর মোল্লাবাড়ি এলাকার সবুজ ও তার বাবা শাহাবুদ্দিনসহ পরিবারের অন্যরা এ হামলার সঙ্গে জড়িত। প্রায় ৭-৮ মাস আগে সবুজের স্ত্রীর চিকিৎসার জন্য তিনি সাত দিনের শর্তে ২০ হাজার টাকা ধার দেন। কিন্তু টাকা ফেরত না দিয়ে দীর্ঘদিন ধরে গড়িমসি করতে থাকে সবুজ। সর্বশেষ গত বৃহস্পতিবার তিনি বিষয়টি সবুজের বাবাকে অবগত করে টাকা ফেরত না দিলে আইনের আশ্রয় নেবেন বলে জানান। এর জের ধরেই শুক্রবার রাতে সবুজ কৌশলে ডেকে নিয়ে মারুফের ওপর হামলা চালায়।
এ সময় সু/ইচগি/য়ার ও চা/পাতি দিয়ে এলোপাতাড়ি কো/পানো হলে মারুফ গুরুতর জ/খম হন। তার ডান হাতে সেলাই দিতে হয়, মাথা, ঘাড়ের নিচে ও কোমরের উপরে গুরুতর আ/ঘাতের চিহ্ন রয়েছে। তার চিৎকারে ভাই পান্না এগিয়ে আসলে তাকেও মা/রধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা কম্পেক্স (বাগবাড়ী) হাসপাতাল, পরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট( খানপুর) হাসপাতাল এবং সর্বশেষ ঢাকা মেডিকেলে ভর্তি করে।
অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পরিবার দাবি জানিয়েছে।