ইতালি প্রতিনিধি, মালিক মনজুর।। মানুষ মানুষের জন্য – তাইতো ইতালির রোমে সিপ্রো অত্তাভিয়ানো একতা সমিতি দেশে বন্যায় অসহায়দের জন্য সহযোগিতামূলক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
দেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক ভাবে পাশে দাঁড়ানোর জন্য সংগঠনটি বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে।
সিপ্রো অত্তাভিয়ানো একতা সমিতির প্রতিষ্ঠাতা শিমুল হোসাইন আলমাছ, নুর হোসেন, মোকলেছুর রহমান, মোহাম্মদ নুরে আলম নুরু, মামুন হোসেন, রুবেল রহমান, মোহাম্মদ সালাউদ্দিন।
এছাড়াও সম্মিলিতভাবে সংগঠনটির প্রতিষ্ঠার লগ্ন থেকে সদস্য বৃন্দের মধ্যে আছেন শরিফুল ইসলাম শরিফ, তাজুল ইসলাম, গাজী সাইফুল ইসলাম, জহিরুল হক জহির, খোরশেদ আলম, মোক্তার হোসেন, সাহাব উদ্দিন, ইকবাল হোসেন, কামাল হোসেন, নজরুল ইসলাম, আখের উল্লাহ ও সুজন ভৌমিক সহ ১৮ জন ।
নেতৃবৃন্দ বলেন, আমরা যেখানেই থাকি না কেন, দেশের দুর্যোগ মুহূর্তে পাশে থাকা আমাদের কর্তব্য।
নেতৃবৃন্দ আরো জানান বর্তমানে দেশের বন্যার পরিস্থিতিতেই নয়, আমরা কাজ করে যেতে চাই দেশে আর্ত মানবতা সেবায় এবং প্রবাসে কমিউনিটির উন্নয়নেও।
আয়োজনে অংশগ্রহণ করেন রোমের বিভিন্ন অঞ্চলের প্রবাসী বাংলাদেশীরা। এ সময় তারা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ তহবিলের জন্য অর্থ প্রদান করেন।
আয়োজনে সাংস্কৃতিক পর্বে রোমের বিশিষ্ট সংগীত শিল্পীরা জনপ্রিয় এবং দেশের গান পরিবেশন করেন।