মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:
বান্দরবানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৪শত গরীব অসহায় পরিবারের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় এর নির্দেশক্রমে ত্রাণ বিতরণ করলেন বান্দরবান পৌর মাছ ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।
১৭ আগষ্ট সকাল ১১টায় সমিতির সভাকক্ষে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ শফিকুর রহমান, বান্দরবান পৌরসভার নবনির্বাচিত মেয়ের মোহাম্মদ সামসুল ইসলাম। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন, বান্দরবানে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি বন্যায় প্রায় ৮৫% মানুষ কমবেশি ক্ষতির মুখোমুখি হয়েছে। বান্দরবান একটি সম্প্রীতির জেলা, এই জেলায় যে কোন দুর্যোগ মোকাবেলায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়, জেলা প্রশাসন,সেনাবাহিনী’ সহ সরকারি বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা, দলমত নির্বিশেষে মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় বান্দরবান পৌর মাছ ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ গরীব অসহায়দের পাশে দাড়িয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পৌর মাছ ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর নির্বাচিত সভাপতি মোঃ আবু তাহের। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মুহাম্মাদ আলী, সমিতির সহ-সভাপতি মোঃ আখতার হোসেন, বান্দরবান পৌর মাছ ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান। যুগ্ন- সাধারণসম্পাদক আক্তার হোসেন। সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, বান্দরবান পৌর মাছ ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর কোষাধ্যক্ষ মোঃ আব্দুস শুক্কুর। নির্বাহী সদস্য আহাম্মদ নবী,নির্বাহী সদস্য মোঃ হাসান,নির্বাহী সদস্য মোঃ জহির’সহ ত্রাণ নিতে আসা প্রায় ৪শতাধিক অসহায় পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।