মুগ্ধ সাহা, স্পোর্টস রিপোর্টার।। বিষয়টা অনুমেয় হলেও হঠাৎ করেই বরখাস্ত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চান্ডিকা হাথরুসিংহে। আজ সকালে হঠাৎ করেই বিকাল ৩.৩০ মিনিটে প্রেস কনফারেন্স ডাকেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। প্রেস কনফারেন্সেই সভাপতি স্পষ্ট করেন যে অনুমানই সঠিক হতে যাচ্ছে। বরখাস্ত করা হচ্ছে দ্বিতীয় দায়িত্ব নেয়া চান্দিকা হাথরুসিংহে কে।
তিনি বলেন, নিয়ম মেনেই চান্ডিকা হাথরুসিংহকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ ৪৮ ঘন্টা পর আনুষ্ঠানিকভাবে বরখাস্ত হবেন এই লঙ্কান।
বরখাস্তের কারণ বলতে গিয়ে ফারুক আহমেদ জানান, হিট অফ দ্য মোমেন্টে অনেক কিছুই হতে পারে৷ কিন্তু আপনি একজন জাতীয় দলের প্লেয়ারের গায়ে হাত তুলতে পারবেন না৷ এটার সাথে অনুমতি ছাড়া ছুটি কাটানো। এই দুই কারণেই বরখাস্ত করা হয়েছে চান্ডিকা হাথরুসিংহে কে।
এছাড়াও বিসিবি সভাপতি প্রেস বিফ্রিংয়ে আরো জানান যে, চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন ফিল সিমন্স।
উল্লেখ্য যে, দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিয়েও পূর্ণ মেয়াদ সম্পন্ন করতে পারলেন না চান্ডিকা হাথরুসিংহে। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের হেড কোচ ছিলেন এই লঙ্কান। এরপর আবারো বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্য দিয়ে ২০২৩ সালে দায়িত্ব পান তিনি।