হাজী মোঃ সিদ্দিকুর রহমান বরগুনা জেলা প্রতিনিধি।
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় পুলিশ সুপারের দিকনির্দেশনায় ডিবির এসআই আঃ হক ও তার সহকর্মীদের অভিযানে এক কেজি ২৫০ গ্রাম গাঁজা সহ দুজনকে আটক করা হয়েছে।
পাথরকাটা থানায় সাফিল পুর গ্রামের আঃ মান্নান এর বসত ঘর থেকে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে ডিবি।
আঃ মান্নান সহ দুইজনকে আসামি করে মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয় পাথরঘাটা থানায়।
এ বিষয়ে ডিবি পুলিশের এসআই আঃ হক বলেন, মাদকদ্রব্যের পিছনে যতটা শক্তিশালী হাত কাজ করুক এটা প্রতিহত করতে হবে। আমাদের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করি। মাদকের বিরুদ্ধে এখনই সোচ্চার হওয়া দরকার। বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মাদকের প্রতি জিরো টলারেন্স ঘোষণা বাস্তবায়নে ডিউবি পুলিশ সব সময় সোচ্চার আছে এবং থাকবে ইনশাআল্লাহ। কাওকে সার দেওয়া হবেনা আইনের আওতায় আসতে হবে।