হাজী মোঃ সিদ্দিকুর রহমান বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা জেলায় জুয়েলার্স
অ্যাসোসিয়েশনের (বাজুস) নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(০১ জুলাই) রাতে বরগুনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদ সদস্য ও মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (এমপি)।
বাজুস বরগুনা জেলা শাখার আহবায়ক রনজিত কুমার কর্মকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান, বরগুনা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির।
অনুষ্ঠানে অন্যানেদের মধ্যে উপস্থিত ছিলেন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ভুবন চন্দ্র হাওলাদার, বরগুনা পৌরসভার প্যানেল মেয়র রইসুল আলম রিপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মুহাম্মদ ওয়ালিউল্লাহ অলি, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস,, বিশিষ্ট সমাজ সেবক শুখ রঞ্জন শীল ও আদর্শ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাম্মৎ মাকসুদা বেগম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মাওলানা আবুল খায়ের, পবিত্র গীতা পাঠ করেন, পুরোহিত সুমন চন্দ্র চক্রবর্তি।
বাজুসের পক্ষে বক্তব্য রাখেন, সদস্য দিলীপ কর্মকার, সন্তোস কর্মকার, খোকন কর্মকার,নবনির্বাচিত সভাপতি উত্তম কর্মকার ও সাধারণ সম্পাদক সমরেশ কর্মকার। অনুষ্ঠান পরিচালনা করেন সঞ্জীব সমাদ্দার, আরো উপস্থিত ছিলেন বরগুনার সাধারণ মানুষ।