Friday , 29 March 2024
শিরোনাম

বরগুনার পাথরঘাটায় খেজুর গাছ থেকে ৯ ফুট লম্বা অজগর সাপ ধরে বনে অবমুক্ত

হাজী মোঃ সিদ্দিকুর রহমান বরগুনা জেলা প্রতিনিধি: শুক্রবার (৩ জুন) সকালে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের বিহঙ্গ দ্বীপ সংলগ্ন রুহিতা গ্রাম থেকে একটি অজগর সাপ ধরা হয়। তথ্য জানা গেছে, রুহিতা গ্রামে সকালবেলা কয়েকটি শিশু গাছ থেকে লাঠি দিয়ে খেজুর পারছিল। এ সময় খেজুর পাড়ার মুহূর্তে খেজুরের ছড়ায় মোড়ানো একটি সাপ দেখতে পেয়ে শিশুরা জোরে চিৎকার দেয়।

স্থানীয়রা বিষয়টি জানতে পারলে ভিলেজ টাইগার রেসপন্স টিমকে (ভিটিআরটি) অবগত করেন। পরে ভিটিআরটি’র সদস্য মো: জাকির মুন্সি ঘটনাস্থলে এসে গাছটি থেকে ৯ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ ধরে নামান।পরে বেলা ১১টার দিকে বন বিভাগের মাধ্যমে সাপটি হরিণঘাটা পর্যটন কেন্দ্রে অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের আওতাধীন হরিণঘাটা বিট কর্মকর্তা মো: আল-আমিন, জয় টিভির রিপোর্টার বাবুল মাহবুব, প্রকৃতিপ্রেমী সাংবাদিক আরিফুর রহমান, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, টাইগার টিমের সদস্য জাকির মুন্সি প্রমুখ।

হরিণঘাটা বিট কর্মকর্তা মো: আল-আমিন এ বিষয়ে সম্পর্কে নিশ্চিত করেছেন।

Check Also

রিয়াদে প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফারুক আহমেদ চাঁন,মধ্যপ্রাচ্য ইনচার্জ!! রিয়াদে বাথা সামসিয়া মার্কেটে ইনভেস্টার লায়ন ইসমাইল হোসেন অডিটোরিয়াম এ প্রবাসী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x