মোঃ মহিবুল ইসলাম, বরগুনাঃ
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস যথাযথ মর্যাদা ও সম্মানের সাথে বরগুনা জেলায় উদযাপন
প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবসের শুভ সূচনা হয়। এরপর পুলিশ সুপার জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক মহোদয় অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ স্বাস্থ্যবিধি মেনে যথাক্রমে বরগুনা পৌর গণকবর, শহীদ স্মৃতি স্তম্ভ ও মুজিব অঙ্গনে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় পুনাক, বরগুনার জেলা প্রশাসন, বরগুনা ও বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ০৮.৩০ ঘটিকায় পুলিশ সুপার ও জেলা প্রশাসক, বরগুনা মহোদয় বরগুনা স্টেডিয়াম মাঠে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ও শিশু কিশোর সংগঠনের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং অভিবাদন গ্রহনসহ কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন।