হাজী মোঃ সিদ্দিকুর রহমান বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনায় জোয়ারের পানিতে কাকচিড়া বাজার ফুলঝুড়ি বাজার চান্দখালী বাজারের আসেপাশের ঘরবাড়ি সহ বিভিন্ন এলাকা পানিতে ডুবে গেছে।
হাজার ও কৃষক পানি বন্দি হয়ে বিপাকে পড়েছে, কৃষক এর সম্বল ধান চাষ ও ফসলাদি তা দিয়ে চলে তাদের সংসার এখন পানি বন্দি হয়ে দিসেহারা হাজার হাজার কৃষক শ্রমিক,৪ দিনের টানা বৃষ্টির পানিতে ডুবে গেছে হাজারও কৃষক শ্রমিক এর ধান ও বিজ এখন বর্তমানে কি অবস্থা হবে তাই ভাবছে কৃষক।
এ বিষয়ে স্থানীয় কৃষক শ্রমিক বলে আমাদের কৃষি কাজ ছাড়া আর কোনো উপায় নেই। এই কৃষি ধান আমাদের সম্বল,তা দিয়ে চলে আমাদের সংসার,
এখন যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য সহযোগিতা করতেন তাহলে আমাদের কৃষকদের উপকার হবে, না হয় আমাদের না খেয়ে থাকতে হবে।