ইতালি রোম প্রতিনিধি মালিক মনজুর
অনিয়মিত প্রবাসী বাংলাদেশীদের হারানো পাসপোর্টে ইতালিয়ান থানায় জিডি বিহীন পাসপোর্ট প্রদান, স্থানীয় পুলিশ স্টশনে জমাকৃত মেয়াদউর্ত্তীন পাসপোর্টের বিপরীতে প্রবাসীদের পাসপোর্ট দেওয়া সহ বিভিন্ন দাবি জানিয়েছে বরগুনা জেলা সমিতি ইতালি। রোমের মোগল রেস্টুরেন্টে দূতালয় প্রধান,চার্জ দ্যা আ্যফেয়ার্স বরিশালের ঝালকাঠির কৃতি সন্তান মোঃ জসিম উদ্দিনকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব দাবি জানানো হয়। বরগুনা জেলা সমিতি ইটালির সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেনের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন নারী নেত্রী হোসনে আর বেগম, বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব বেপারী, বরিশাল বিভাগ সমিতি নির্বাচন কমিশন সদস্য সচিব এম এ রব মিন্টু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুজ্জামান, বরিশালের কমিউনিটি ব্যক্তিত্ব মুজিবুর রহমান সিকদার, স্বপন হাওলাদার, মোঃ শাহিন,জামাল মাঝি ,ইতালি যুবলীগের সাধারণ সম্পাদক এনায়েত করিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি আমিনুর রহমান খোকন। এ সময় উপস্থিত ছিলেন তুসকোলনা সমাজ কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক চপল হাওলাদার,সমাজ সেবক ইলিয়াস মাদবর,নাদিম মাহামুদ,মাহাবুবুর রহমান,মোঃ নাসিম সহ আরো অনেকে। সে সময় বক্তারা বলেন সারা বিশ্বে দূতাবাসগুলোতে জসীম উদ্দীনের মত কর্মকর্তাদের প্রয়োজন। তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে নয় দূতালয় প্রধান হিসেবে প্রবাসীদের মন জয় করেছে। আমরা ভবিষ্যতে রোমে রাষ্ট্রদূত হিসাবে তাকে দেখতে চাই। এছাড়া ফরেন ক্যাটার হিসেবে আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। প্রধান অতিথি জসিম উদ্দিন তার বক্তব্য বলেন আমরা আমি চেষ্টা করে যাচ্ছি প্রবাসীদের সকল সমস্যা সমাধানের তবে প্রবাসীদেরও সহযোগিতা দরকার। আমি থাকাকালীন সময় রোমে একটি বাংলা স্কুল কাজ শুরু করার চেষ্টা করছি। তবে প্রবাসীদের যেসব সমস্যা রয়েছে সেগুলো তালিকা করে আমাদের দপ্তরে পৌঁছে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। শেষে বরগুনার বেতাগীর কৃতি সন্তান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ হুমায়ুন কবির হিরুর মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নিরাবতা পালন করা হয়। বরগুনা জেলা সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি জসিম উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া ফুল দিয়ে শুভেচ্ছা জানান বরগুনা জেলা সমিতির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।