মেসি ম্যারাদনা দেশে এখন শুধুই বাংলাদেশ বাংলাদেশ স্লোগান। লাল সবুজের দেশের
মানুষের জন্য এক বড় পাওয়া। যাদের জয়ে এতদিন উৎসব করেছে দেশের মানুশ, ব্যাথতায় ঝরেছে চোখের জল, এবার সে আর্জেন্টাইনরা দিচ্ছে ভালোবাসার প্রতিদান। আর্জেন্টিনা দেশের দোকানে দোকানে বিক্রি হচ্ছে লাল সবুজের বাংলাদেশের পতাকা।
সব আর্জেন্টাইনদের মুখে একটাই নাম বাংলাদেশ। বাংলাদেশের টি টুয়েন্টি ম্যাচের খবর এখন নিয়মিত প্রচারিত হয় বাংলাদেশ থেকে ১৭,০৬৪ কিলোমিটার দূরের এই শহরটিতে।
আর্জেন্টিনার টিভির রান্নার অনুষ্ঠানে এখন রান্না হচ্ছে বাংলাদেশের পুরান ঢাকার বিরিয়ানি রেসিপি। আর্জেন্টিনার বিভিন্ন অনুষ্ঠানে বাজানো হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গিত। ১৯৮৬ সাল থেকে বিশ্বকাপ থেকে উম্মাদনা শুরু কিন্তু ২০২২ এর কাতার বিশ্বকাপে এসে জানতে পেরেছে আর্জেন্টাইনরা যে তাদের দেশের লোক সংখ্যা থেকে দিগুন সমথক রয়েছে বাংলাদেশে। অনেক আর্জেন্টাইনরা চান তাদের পরবর্তী সফর হোক বাংলাদেশে। বাংলাদেশ বিশ্বকাপ না খেললেও বাংলাদেশের নাম মুখরিত হয়ে আছে বিশ্বকাপে অংশ নেওয়া