শহিদুল ইসলাম, ঢাকা: বাংলাদেশে আসতে চাওয়া সাংবাদিকদের দ্রুত ভিসা দিতে বলা হয়েছে। আজ নিজের ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম বলেন, গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে সরেজমিনে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশে আসতে চাওয়া সাংবাদিকদের দ্রুত ভিসা দিতে আমাদের সকল দূতাবাসগুলোকে বলা হয়েছে। আমি ব্যক্তিগত ভাবে নয়াদিল্লি ও হংকংয়ে বাংলাদেশি দূতাবাস কর্মকর্তাদের বলেছি, বাংলাদেশে আসতে চাওয়া সাংবাদিকদের যেন দ্রুত ভিসা দেওয়া হয়।
তিনি বলেন, আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে গণমাধ্যমের বাক স্বাধীনতা নিয়ে কোনো আপোষ নেই। তাই বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করাকে আমরা সাধুবাদ জানাই।