লোকমান আনছারী রাউজান প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে রাউজান উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের কার্যলয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করার মাধ্যমে শ্রর্দ্বা নিবেদন করেন।পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর বশির উদ্দিন খানের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী।আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আলম চৌধুরী, স্বপন দাশ গুপ্ত, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দিন হিরু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ,পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী,শওকত হাসান চৌধুরী, আজাদ হোসেন সহ উপজেলা আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে মুনাজাত পরিচালনা করেন মৌলানা বোরহান উদ্দিন আলকাদেরী।