রাশেদুল ইসলাম :
ইতালির পার্লামেন্ট মেম্বার ইউরোপীয়ান ইউনিয়নের পার্লামেন্ট মেম্বার,মিউনিসিপ্যালিটির প্রেসিডেন্ট এর কাছে বাংলাদেশী ব্যবসায়ীদের দোকান রাত বারোটা পর্যন্ত খোলা রাখা, বাংলাদেশী মুসলিম কমিউনিটির জন্য আলাদা কবরস্থান, বাংলাদেশের জন্য সহজ শ্রমবাজার তৈরি, বাংলাদেশী নাগরিকদের ইতালির ভিসা প্রাপ্তিতে জটিলতা এবং ইতালির ইমিগ্রেশন বিষয়ক সংকটের অবসান, বছরে দুই ঈদে সরকারি ছুটি ঘোষণা দাবি,ইতালিয়ান স্কুলগুলোতে অভিবাসী অভিভাবকদের জন্য পর্যাপ্ত ভাষা শিক্ষা ও প্রশাসনিক প্রশিক্ষণ,রেসিডেন্ট সমস্যার সমাধানের দাবি জানিয়েছে বাংলাদেশ ইমিগ্রান্টস এসোসিয়েশন ইতালি (বিমাস) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে, বাংলাদেশ ইমিগ্র্যান্টস এসোসিয়েশন বিমাস আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে ইতালিয়ান এসব জনপ্রতিনিধিদের কাছে এসব দাবী তুলে ধরেন।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক। সংগঠনের সভাপতি ডক্টর মুক্তার হোসেনের সভাপতিত্বে ও মিশেল পাঠানের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্ট সদস্য কামিল্লা লাউরেতির প্রতিনিধি ও তার রাজনৈতিক সচিব ডক্টর জিউসেপ্পে লিচিনিও। রোম এক নম্বর সংসদীয় এলাকার এমপি পাওলো চানি, রোমের ৫ নম্বর মিউনিসিপ্যালিটির প্রেসিডেন্ট মাউরো কালিস্তে, ভাইস প্রেসিডেন্ট মাউরা লস্তিয়া, স্পিকার দাভিদ দি কসমো। ডেমোক্রেটিক পার্টি পিডি রোমের মহাসচিব এনঝো ফস্কি, রোমের মেয়রের রাজনৈতিক উপদেষ্টা ও ডেমোক্রেটিক পার্টি পিডির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মার্কো পাচ্চোত্তি,বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী।এছাড়াও উপস্থিত ছিলেন ইমিগ্রেশন বিষয়ক আইনজীবী, স্থানীয় কাউন্সিলর গন। মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে সামাজিক কর্মকান্ডে ক্রমাগত অবদান রাখায় বাংলাদেশ ইমিগ্র্যান্টস এসোসিয়েশন বিমাসকে আনুষ্ঠানিক স্বীকৃতি সূচক ক্রেষ্ট উপহার দেয়া হয়। প্রেসিডেন্ট মাউরো কালিস্তে এই ক্রেস্ট ডক্টর মুক্তার হোসেনের হাতে তুলে দেন।
উল্লেখ্য বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিত্বকারী প্রথম সংগঠন হিসেবে বিমাস এই বিরল সম্মানের কৃতিত্ব অর্জন করে।এছাড়া উপস্থিত ছিলেন সাবেক পরিচালক,ট্রাম্পবাস ওপেন আলদো চানি,,ইমতিয়াজ আহমেদ রুমি,পরিচালক,লো জিও দি আমেরিকা,নুসরাত শাহরিন, অপারেশন বিশেষজ্ঞ,অফিস অফ ইমার্জেন্সি অ্যান্ড রেজিলিয়েন্স(জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা,FAO),এম এইচ কাউসার রুদ্র,কমিউনিকেশন অফিসার(জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা,FAO)।
এ সময় ইতালির সংসদ সদস্য সহ জনপ্রতিনিধিরা ঈদের শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূত রকিবুল হক বিমাস এর প্রসংশা করে বলেন,ইতালিয়ানদের সম্পর্ক উন্নয়নে কাজ করতে হবে।স্থানীয় রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে নিজেদের বিভিন্ন সমস্যা তুলে ধরতে হবে।অবৈধ অনুপ্রবেশকে নিরুৎসাহিত করতে হবে পাশাপাশি বৈধ উপায়ে এসে সবাই যেন সঠিকভাবে বৈধ হতে পারে সে ব্যপারে সাহায্য সহযোগিতা করতে হবে।নুল্লা অস্তা হাতে পেলেই যে ভিসা পাবে বা ইতালী চলে আসবে সেটা শতভাগ নিশ্চিত নয় সুতরাং সে ব্যপারে জনসচেতনতা তৈরি করতে হবে।ডক্টর মোক্তার হোসেন বলেন আমরা প্রবাসীদের পক্ষে কাজ করে যাচ্ছি তার প্রমান আজকের অনুষ্ঠান।মিউনিসিপ্যালিটি থেকে সম্মানসূচক ক্রেষ্ট প্রদান করেছে।