মাদক বিরোধী ক্যাম্পেইন – ২০২৪ উপলক্ষে T- 20 ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে লাল দল বনাম সবুজ দলের মধ্য খেলায় সবুজ দল জয় লাভ করছে। খেলা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জুয়েল হাওলাদার (উপদেষ্টা) বাংলাদেশ গ্রীন ইয়ুথ সোসাইটি মোরেলগঞ্জ, বাগেরহাট। আরো উপস্থিত ছিলেন ক্রিড়া অনুরাগী জনাব মোঃ জালাল মীর ও মোঃ ফিরোজ হাওলাদার, বাংলাদেশ গ্রীন ইয়ুথ সোসাইটির সভাপতি, ইব্রাহিম হোসেন মুন্না, বাংলাদেশ গ্রীন ইয়ুথ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি মোঃ সাকিবুল হাসান সহ আরো অনেকে। দুই দলের খেলোয়াড় যারা ছিলেন। সবুজ দলের খেলোয়াড়, মোঃ সাকিবুল হাসান (অধিনায়ক), মোঃ রুবেল হাওলাদার ( সহ- অধিনায়ক,)
মোঃ ইমন হাওলাদার, আল- আমিন খান, সুমন হাওলাদার, ইমন মল্লিক রুবেল, আলাউদ্দিন খলিফা, রিপন হাওলাদার, হাসান সহ অতিরিক্ত খেলোয়াড মোঃ ইমরান হাওলাদার, কবির, নাজমুল হাসান, রাকিব।
লাল দলের খেলোয়াড় যারা ছিলেন
মোঃ ইব্রাহিম হোসেন মুন্না ( অধিনায়ক)
প্রদীপ কুমার( সহ- অধিনায়ক), মামুন তালুকদার, মুসা হাওলাদার, আল- আমিন শাহ, তামিম হোসেন, রুম্মান হাওলাদার, পারভেজ হাওলাদার, শিমুল ইসলাম, তুহিন ইসলাম, হৃদয় সহ অতিরিক্ত খেলোয়াড় জীবন কুমার, সোহেল মুন্সি,সাব্বির হোসেন।
আম্পায়ারিং করছেন মোঃ সুজন হাওলাদার ও মোঃ মুন্না। খেলা অনুষ্ঠিত হয়েছে বানিয়াখালি মাধ্যামিক বিদ্যালয় মাঠে।