আবির হোসেন সজল // লালমনিরহাট:
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নতুন নেতৃত্বে চমক আসতে পারে। সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থাকলেও এবার সামনে জাতীয় নির্বাচন কে ঘিরে সাংগঠনিক, মেধাবী ও বলিষ্ঠ নেতৃত্ব খোঁজা হচ্ছে। যারা তৃণমূলে তরুণদের নিকট গ্রহণযোগ্যতা পাবে-আশার আলো দেখাবে, সংগঠনে ঐতিহ্য ফিরে আনতে প্রাণের সঞ্চার করতে পারবে তারাই আসবে নতুন নেতৃত্বে।
বিভিন্ন সূত্রে জানা যায়, সাধারণ সম্পাদক পদের জন্য এগিয়ে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আদাম শাফিউল্লাহ্। তিনি বাংলাদেশ ছাত্রলীগের বিগত কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
আদাম শাফিউল্লাহ্ বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমি আমার মেধা ও দক্ষতার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের হাত কে শক্তিশালী করার জন্য সর্বদা সচেষ্ট থাকবো। সেইসাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আজীবন কাজ করে যাবো। বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করব এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে কাজ করে যাবো। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে স্বাধীনতার বিপক্ষের শক্তি, পাকিস্তানি প্রেতাত্মাদের পরাজিত করতে তরুণদের একতাবদ্ধ করাই বড় চ্যালেঞ্জ। সাধারণ শিক্ষার্থী ও মুক্তিকামী মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে সংগ্রাম করে যাচ্ছে সেটি বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের অংশ হিসেবে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে যাওয়া বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডকে তরান্বিত করতে আমি সর্বদা বদ্ধ পরিকর।”