বাংলাদেশ থেকে ভারতে ১ অবৈধ মানবপাচারকারীসহ ৩ বাংলাদেশি আটক।
আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তে দিনাজপুর ব্যাটালিয়ন,বিজিবি-৪২’র অধিনস্ত সদস্যরা অভিযান চালিয়ে ১ মানবপাচারকারিসহ অপর ২ বাংলাদেশিকে আটক করেছে।
গতকাল সোমবার বিকেলে তাদেরকে আটক করা হয়। পরদিন মঙ্গলবার সকালে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজিবির অধিনায়ক, লেঃ কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চাপসার বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সীমান্ত মেইন পিলার ৩৪৮ থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের রামপুর নামক সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতে পারাপারের চেষ্টা কালে তাদের(৩ বাংলাদেশিকে) আটক করা হয়।
আটকরা হলেন- মানবপাচারকারী সাদ্দাম হোসেন (৩৬), পিতা ইয়াছিন আলী, গ্রাম ভাতুরিয়া, থানা হরিপুর, জেলা ঠাকুরগাঁও। অপর ২ জন হলো শ্রী বিষ্ণু রায় (২১), পিতা শ্রী গর্ভামেন্ট এবং বিষ্ণু জালী (২৫), পিতা কোমল ঝালী। তাদের উভয়ের বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার রাউতনগর গ্রামে। বিজিবি আরো জানায়, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। হরিপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, আজ সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

























