বাংলাদেশ মানবাধিকার কমিশন, রামপুরা থানা শাখার আয়োজনে পরিচিতি সভা ও হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত
বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) রামপুরা থানা শাখার আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হলো “পরিচিতি সভা ও হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২০২৫”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি জনাব পিয়ার আহমেদ খান, চেয়ারম্যান, ভূঁইয়া স্টীল লিমিটেড।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর মোহাম্মদ এনামুল হক, সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন, রামপুরা থানা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বেলাল, নির্বাহী সভাপতি,
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব প্রিন্স কিশোর।
অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশনের রামপুরা থানা শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা সমাজে মানবাধিকার রক্ষা ও ন্যায়ের প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য দরকার সম্মিলিত প্রচেষ্টা, মানবিক মূল্যবোধ এবং সচেতনতা।
অনুষ্ঠানটি একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।