রাজধানীর বাংলামোটরে একটি টাইলসের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৫টা ৫৮ মিনিটে বাংলামোটরে একটি টাইলসের দোকানে আগুন লাগার খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের খবরও পাওয়া যায়নি। আগুন নিভে যাওয়ার পর এসব বিষয় জানাতে পারবে দমকল বাহিনী।