প্রিয়ন্ত মজুমদার, কুমিল্লা উত্তর প্রতিনিধিঃ
“দালালের খপ্পরে অবিক্রীত আঁখ নিয়ে শঙ্কায় দিন কাটছে কৃষকদের” এই শিরোনামে গত ১৬ সেপ্টেম্বর ‘বাংলা ৫২ নিউজ’ এ সংবাদটি প্রচার হওয়ার পরে দালাল বন্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহন করেছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিগত মাসগুলোতে দালালের জন্য অবিক্রীত ছিল অধিকাংশ আঁখ চাষীদের ফসলি জমি। কিন্তু সংবাদটি প্রচার হলে মূহুর্তে আলোড়ন সৃষ্টি করে এলাবাসীর মধ্যে। ফলস্বরূপ জনপ্রতিনিধি থেকে শুরু করে গন্যমান্য ব্যক্তিরা এগিয়ে এসেছে সমাধান নিয়ে। এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা পর্যেবক্ষণ করেছেন বেশ কিছু আঁখের জমি। দালালের হাতে আঁখ বিক্রি বন্ধ করে সরাসরি ভোক্তা পর্যায়ে পৌছানোর বিষয়ে একমত পোষণ করেছে সকল চাষীরা।
আঁখচাষী হাসান ভূঁইয়া ‘বাংলা ৫২ নিউজ’ কে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সংবাদটি আসার পরে আমাদের জমির আঁখ গুলো বিক্রি করতে আর দালালের বিড়ম্বনা সহ্য করতে হয়নি। এভাবে বিক্রি করলে আমাদের ক্ষতির মুখ হবেনা। সবাই আরো বেশি আঁখ চাষে আগ্রহ পাবে।