মো: নাহিদুজ্জামান শয়ন
কুষ্টিয়ার খোকসায় স্যালোইঞ্জিন চালিত চলন্ত বাটা হাম্বার থেকে ছিটকে পরে প্রথম শ্রেণির এক শিশু ছাত্র নিহত হয়েছে।
বুধবার(২৩ আগষ্ট) বিকালে উপজেলার খোকসা ইউনিয়নের হেলালপুর গ্রামে মধ্যে সড়কে গাড়ি ও নারিকেল গাছের সাথে ধাক্কা খেয়ে বিপুল মোল্লা ওরফে বিপ্লব (৯) নিহত হয়েছে। সে এ গ্রামের রুবেল মোল্লার ছেলে।বিপ্লব স্থানীয় আল হেলাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। ঘাতক বাটাহাম্বারের চালক মজিবর এর ভাতিজা শিশু বিপ্লব।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৩ টার দিকে বাটাহাম্বারের চালক হেলালপুর খালের পাশে ইট নামায়। সে গাড়ি চালিয়ে ফিরে যাওয়ার সময় বেশ কয়েকজন শিশু ওই গাড়ির ডালার সাথে ঝুলন খেলছিল। গাড়িটি কয়েকগজ এগিয়ে যাওয়ার পর সবাই গাড়ি থেকে নামতে পারলেও শিশু বিপুল মোল্লা ছিটকে পরে রাস্তার পাশের নারিকেল গাছের সাথে বাড়ি খেয়ে রাস্তাই পড়ে যায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষানা করেন।
শিশুটির মা মুসলিমা দাবি করেন, তিনি ছেলেকে আনতে গিয়েছিল। কিন্তু তার চোখের সামনে ছেলে গাড়ির নিচে পরে পিষ্ট হয়। এ ঘটনা দেখে চালক হজরত আলী গাড়ি চালিয়ে চলে যায়। সে শিশুটিকে উদ্ধার বা চিকিৎসার জন্য হাসপাতালে নেয়নি। তিনি ওই গাড়ির চালক হযরত আলীর বিচার দাবি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইফফাত জাহান তনুজা জানান, শিশুটির মাথায় আঘাত লেগেছিল। নাক মুখ দিয়ে রক্ত ঝড়ছিল। হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।
খোকসা পুলিশের এসআই আকরাম হোসেন বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনা স্থলে এসেছেন। ঘাতক বাটাহাম্বার নিয়ে চালক পালিয়ে গেছে। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।