মোহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলাধীন নতুন পাড়া ০৬নং ওয়ার্ড বান্দরবান পৌরসভা নিবাসী মোঃ মইন উদ্দীন জুনিয়র ফুটবল ভাল মানের খেলোয়ার হিসেবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষ প্রতিষ্ঠান(বিকেএসপি)তে সারা বাংলাদেশের মধ্যে কৃতিত্বের সাথে নবম স্থান করেছিলেন,বিকেএসপি থেকে ভারতে অনুর্ধ্ব ১৭তে ভালো খেলোয়াড় হিসেবে পুরস্কার প্রাপ্ত হন, এবং বান্দরবান জেলায় বঙ্গবন্ধু টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হিসেবে ৩টি পুরস্কার অর্জন করেছেন। বর্তমানে বিকেএসপি থেকে ঢাকার সুমানধন্য ক্রিড়া প্রতিষ্ঠান ক্লাব ফর্টি তে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। যা বান্দরবান জেলার গৌরভ ও সুনামের বিষয়।
জুনিয়র ফুটবল মোঃ মইন উদ্দীনের মাতা-ফরিদা বেগম, পেশা-গৃহিনী। তার পিতা মোঃ ফরিদ খান, পেশা হিসেবে প্রথমে বান্দরবানের একজন ঠেলা গাড়ী চালক হিসেবে জীবন যুদ্ধ শুরু করে ছিলেন, পরবর্তিতে সে রাজনৈতিক জীবনে পর্দাপন করেন, বর্তমানে সে বান্দরবান পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সে বর্তমানে ঠেলা গাড়ী চালক এর পাশা-পাশি খুচরা ইট,বালি ও কংকর বিক্রেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। জুনিয়র ফুটবল খেলোয়াড় মোঃ মইন উদ্দীন বাংলাদেশ ক্রীড়া শিক্ষ প্রতিষ্ঠান বিকএসপি তে সুযোগ পাওয়ার পিছনে যাদের অবদান রয়েছে তারা হলেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,সদর উপজেলা চেয়ারম্যান এ.কে এম জাহাঙ্গীর,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু অমল কান্তি দাশ,মাসিক নীলাচল পত্রিকার সম্পাদক মোঃ ইসলাম কোম্পানী,জুনিয়র ফুটবল খেলোয়ার মোঃ মইন উদ্দীনের চাচা দ্রুত মানব মোহন খান প্রমুখ।
জুনিয়র ফুটবল খেলোয়ার মোঃ মইন উদ্দীন তার শুভাকাঙ্ক্ষী ও দেশবাসী সকলের নিকট দোয়া প্রার্থী। সে যেন সফলতার সহিত খেলা ধূলার পাশা-পাশি উচ্চ শিক্ষা গ্রহণ করে,পরিবার, সমাজ, রাষ্ট্রের উন্নতি স্বাধন করতে পারে।