মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
১০ই মার্চ ২০২৫ রাতের অন্ধকারে বসত ঘরে হামলা ভাংচুর ও প্রাণনাশের হুমকীর প্রতিবাদে ১১মার্চ মঙ্গলবার সকাল ১১টায় বান্দরবান প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে মংসাপ্রু মারমা বলেন, সুধী সাংবাদিকবৃন্দ,
শুভেচ্ছা নিবেন, আমি মংসাপ্রু পিতা: মৃত রাজকুমার চথোয়াই (সিটি) চৌধুরী, ঠিকানা: পুরাতন রাজবাড়ি, ০৫নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, বান্দরবান।
প্রিয় সাংবাদিকবৃন্দ,
আমি ১৩তম বোমাং রাজা ক্যজসাই চৌধুরীর জেষ্ঠ্য পুত্রের তৃতীয় স্ত্রী এর ২য় সন্তান এবং বর্তমান বোমাং রাজা উচক্র আমার বড় ভাই হয়। বান্দরবান সদরে পৌর এলাকায় ২৩০নং খতিয়ানের ৯ একর ৩৮ শতক পরিমান জায়গা আছে যা দলিলে “ফ্যামিলি কমন” প্রপার্টি হিসেবে উল্লেখ আছে। ।উক্ত প্রপার্টিজ জায়গার গুলো বোমাং সার্কেল চিফ কেয়ার টেকার হিসেবে রক্ষাণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে। প্রয়াত ১৪তম বোমাং রাজা উ মংশৈত্রু চৌধুরী বেঁচে থাকাকালীন সময়ে ১৯৮০/৮১ সালে স্পষ্টভাবে লিখিত পত্র লিখে গেছেন যে, বোমাং রাজা পরিবারের ওয়ারিশগনরা এই জায়গায় বসাবসরত অবস্থান করতে পারবে। উক্ত প্রপার্টিজ বোমাং সার্কেল চিফ রাজ পরিবারের জায়গায় উপর ইতিমধ্যে বহিরাগত অজিত দাশ পরিবার এবং রাজপরিবারের কিছু সদস্য বসত বাড়ি নিমার্ণ করে বসবাস করে আসছে। আমি বাংলাদেশে বর্ডার গার্ড অনারারী উপ পরিচালক কর্মরত পদ থেকে গত ২৫শে জুলাই ২০২৪ সালে অবসর গ্রহন করি। বান্দরবানে আমার নিজস্ব কোন ঘর বাড়ি না থাকায় বোমাং সার্কেল চিফ রাজ পরিবারের উত্তরাধীকারি হিসেবে পরিত্যক্ত জায়গা বসাবসের জন্য একটি কাঁচা টিন সেডের ঘর নিমার্ন করি। ঘর নিমার্নের পর হতে আমাকে আমার চাচা, চাচাতো ভাই, মামাতো ভাইরা আমার নামে রাজার কাছে ও থানায় অভিযোগ করে এবং হুমকি প্রদান করে আসছেন। এর প্রেক্ষিতে বান্দরবান সদর থানা ওসি সাহেবের কক্ষে একটা সালিশ বসা হয় সেখানে রাজ পরিবারের উত্তরাধীকারির যে কয়জন উপস্থিত ছিলেন জনাব চহ্লাপ্রু জেমি, জনাব মংঙে, জনাব সাশৈপ্রু, জনাব সাচক্র (মংনু), জনাব টিমংপ্রু ও রাজা অফিস সহকারী অংজাই খ্যাং। সেদিন সিদ্ধান্ত হয়েছিলো যে বিষয়টি রাজার উপস্থিতিতে এবং প্রত্যক্ষ তত্বাবধানে রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতে মিমাংসা করা হবে। কিন্তু গত ১০/৩/২০২৫ দিবাগত রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় অনুমানিক ৪০-৫০জন বহিরাগত সন্ত্রাসী বাহিনী দা, করাত, রদ, লাঠি নিয়ে আমার নিমির্ত বসত ঘরটিকে ভাঙচুর করে তছনছ করে ফেলে তা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এবং ভিডিও ফুটেজে প্রমান আছে। আমি এই হামলাকে নিন্দা জানাই এর সুষ্ঠু বিচার চাই। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতার ভুগছি। গনমাধ্যম কর্মীদের মাধ্যমে জানাতে চাই আমি আমার নিরাপত্তাসহ ও এই ঘটনার সাথে যারা সম্পৃত্ত আছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা ও প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। নিবেদক মংসাপ্রু মারমা।
অনারারী উপ: পরিচালক মংসাপ্রু (অবঃ) পিবিজিএফএস, সাথোয়াই প্র পিতাঃ মৃতঃ চখোয়াইন্ন (সিডিএ) (সিটিপ্ল) হয় স্ত্রী- ১ম সন্তান। মানুখয়, পিতা: মৃতঃ চখোয়াই ব্লু (সিটি প্ল),২য় স্ত্রী: ১৯ কন্যা সন্তান, ক্য থুই প্ল পিতা: মৃতঃ চখোয়াই প্র (সিটি প্ল ৩য় স্ত্রীঃ ২ ৩য় সন্তান, থুইমিংপ্রু লুব পিতা: মৃতঃ থোয়াইপ্ল (মিটিপু) ৩য়স্ত্রীঃ চতুর্থ সন্তান। এবং রাজ পরিবারের সদস্য-বৃন্দ।