মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
বান্দরবানে ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) প্রকাশ কান্তি চৌধুরী। বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক ও জেলা মাজিস্ট্রেট ইয়াছমিন পারভিন তিবরীজি সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম বিপিএম, সিভিল সার্জন নীহার রন্জন নন্দী,বান্দরবান পৌরসভার সম্মানিত মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম (আর ডিসি) ও অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ) ডাঃ শেখ সাদেক,বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু,পরিবার ও পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. অংচালু, বান্দরবান যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মুহাম্মদ হাসান আলী, বান্দরবান এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউল ইসলাম মজুমদার,বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মোছলেহ উদ্দীন চৌধুরী,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মুহাম্মাদ ইয়াছির আরাফাত,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শর্মি চাকমা,সহকারী প্রকৌশলী ফয়েজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী শর্মিষ্ঠা আচার্য্য,সহকারী প্রকৌশলী খোরশেদ আলম প্রধান,সাংবাদিক মুহাম্মদ আলী’সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উদ্ভাবনী মেলায় অংশ গ্রহন কারী প্রতিষ্ঠান থেকে বাছাই করে প্রথম স্থান অধিকার করে ব্রাক বান্দরবান পার্বত্য জেলা, দ্বিতীয় স্থান অধিকার করে ইউনিয়ন ডিজিটাল সেন্টার,তৃতীয় স্থান অধিকার করে বান্দরবান ট্রিবিউন। অনুষ্ঠানে বিজয়ীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করেন অতিথিরা।