মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
“শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক”জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস, ২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন বান্দরবান কর্তৃক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৮ টায় শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ৮ বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। পরবর্তীতে কেক কাটা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী এবং লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের আওতায় ল্যাপটপ বিতরণ করা হয়। দিবসের সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কেএম তারিকুল ইসলাম পিপিএম, পৌর মেয়র মোঃ ইসলাম বেবি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)ডা.মোঃ শেখ ছাদেক। এ আয়োজনে উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ; জেলা স্কাউট দল; স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিল্পকলা ও শিশু একাডেমির প্রতিনিধিবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ও সুধীবৃন্দ।
উপস্থিত সকলে স্থানীয় অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি বড় পর্দায় জাতীয় অনুষ্ঠানও উপভোগ করেন। শেখ রাসেল এক চঞ্চল, অদম্য, উচ্ছ্বাসভরা শৈশবের নির্মলতার প্রতীক। সেই নিষ্পাপ শিশুর নির্মম হত্যা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক বেদনা বিধুর অধ্যায়। আজ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বান্দরবানের শিশু- কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেমের বোধ নিয়ে নিজেদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে উৎসাহিত করেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে
সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়,জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যা শৈ হ্লা।
এদিকে শেখ রাসেল দিবস উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান জেলা ছাত্রলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বান্দরবান পৌর ছাত্র লীগের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু অমল কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম,বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম প্রমাণিক,বান্দরবান জেলা ছাত্র লীগের নব নির্বাচিত সভাপতি পুলু মারমা,জেলা ছাত্রলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক, পৌর ছাত্র লীগের সভাপতি তানবীর, সাধারণ সম্পাদক এইচ.এম হাকিম চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ।