মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
দেশব্যাপী আওয়ামীলীগ,ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর, প্রশাসনিক ফ্যাসিস্ট আওয়ামীলীগ শক্তির উত্থান ও পূনর্বাসন প্রতিরোধ, প্রশাসনে স্বৈরাচারের দোসরদের অপসারণের দাবীতে বান্দরবানে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবান সদরের শহিদ মিনার চত্ত্বর থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও শহিদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় মিছিলে মশাল হাতে শতাধিক ছাত্র অংশ নেন।
পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধিরা। এসময় তারা অবিলম্বে সরকারের বিভিন্ন জায়গায় স্বৈরাচার হাসিনার যেসব দোসররা রয়ে গেছে তাদের অপসারণের দাবী জানান, এবং ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামীলীগের যেসব সন্ত্রাসী রয়েছে তাদেরকে গ্রেফতারের দাবী জানান। এছাড়াও বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসরদের ইন্ধনে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে রাজপথে মিছিল করার সাহস দেখাচ্ছে তার তীব্র প্রতিবাদ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব প্রদান কারী ছাত্ররা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবানের সমন্বয়ক আসিফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত মশাল মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রনেতা মো. মুসা, হাবিব আল মাহমুদ, আব্দুল্লাহ নাওয়াজ সানিম, আশরাফুল ইসলাম, মোহাম্মদ মাহির ইরতীয়াম প্রমুখ।