মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
নতুন বই হাতে পয়ে আনন্দে উদ্বেলিত শিক্ষার্থী, অবিভাবকদেরো আগ্রহের কমতি নেই,বই বিতরণ কর্মসূচি রূপ নেয় উৎসব মূখর পরিবেশে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দেয়া তথ্য মতে জেলায় মোট ৩,৪০,১০৮ সেট প্রাক প্রাথমিক ১ম শ্রেণী হতে তয় শ্রনীর বই বরাদ্দ রয়েছে তবে প্রথম পর্যায়ে ১,৮২,০২৭ সেট বই জেলা সদর সহ ৬টি উপজেলায় ৯৪,০৫৫ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণের ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। তবে আগামী একসপ্তাহের মধ্যেই বরাদ্দ কৃত সকল বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ সম্পন্ন হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম।
এ বছর বান্দরবান সদর উপজেলা সহ ৬ টি উপজেলায় ১৭ হাজার ৫৪৫ টি মারমা মাতৃভাষার বই, ৫ হাজার ১৯৫টি ত্রিপুরা মাতৃভাষার বই এবং ১৫১১টি চাকমা ভাষার বই বিতরণ করা হয়।
এরই ধারাবাহিকতায় ১লা জানুয়ারি(রবিবার) সকালে বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ডনবক্সো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের মাঠে উৎসব মূখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের শুরুতেই বই বিতরন করা হয়।
বই বিতরন কালে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, ডনবক্সো সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি সিয়ং ম্রো, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃসফিউল আলম,উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াছ সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহেল আজাদ, অন্যান্য শিক্ষক, শিক্ষিকা,অবিভাবক ও শিক্ষার্থীরা বৃন্দ।
বই বিতরণ উৎসব-২০২৩ এর অংশ হিসেবে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের চেমী মুখ আনুমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের র মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। ১লা জানুয়ারী রবিবার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের হল রুমে বই বিতরন উৎসবের আয়োজন করা হয়। এসএমসি বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যতম সদস্য সর্বজন শ্রাদ্ধীয় প্রবীণ ব্যাক্তিত্ব মো: আবুল হোসেন এর সভাপতিত্বে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জায়গা দাতা মরহুম খায়ের আহাম্মদ এর বড় ছেলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব বশির আহামদ, ২নং কুহালং ইউনিয়নের ওয়ার্ড সদস্য মোঃ নুরুল ইসলাম (মেম্বার)। বই বিতরণ উৎসব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চেমী মুখ আনুমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, সহকারী শিক্ষক মানেন্দ্র বড়ুয়া, সহকারী শিক্ষক মোঃ আব্দুস সাত্তার, সহকারী শিক্ষক মোঃ আবু তাহের, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অভিবাক মুখলেছূর রহমান, অভিভাবক ডাক্তার উদয়ন বড়ুয়া, আব্দুল কাদের, মোঃ বাদশা মিয়া,রনধির বড়ুয়া,কুসুম বড়ায়া,মোঃ জয়নাল আবেদীন, স্বপন বড়ুয়া প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও তাদের অন্যান্য অভিবাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যালয়ের জায়গাটি দান করেছিলন মরহুম খায়ের আহাম্মদ, প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম জাফর আহাম্মদ। বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৮৮ সালে,বর্তমানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ২শতাধিক। গত ২০২২ইং সালের সমাপনী মুল্যায়ন পরীক্ষায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা শত ভাগ পাশ করেছে। অনুষ্ঠানে বক্তারা বলেন,বর্তমান সরকার লেখা পড়ার প্রতি খুবই আন্তরিক,এই সরকার বৎসরের প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে, যা শিক্ষার্থীদের লেখা পড়ার প্রতি মনযোগ বৃদ্ধি পাবে, এই বিদ্যালয়ের লেখা পড়ার মান ভাল। বিদ্যালয়ের নতুন ভবনে ক্লাস রুমের সংখ্যা বৃদ্ধি করার ফলে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে। বই বিতরণ উৎসব অনুষ্ঠানকে ঘিয়ে বিদ্যালয়ে এক আনন্দঘন পরিবেশেষের সুস্টি হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বৎসরের প্রথম দিনে হাতে নতুন বই পেয়ে দারুন খুশি। পরে সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু পরিবার বর্গের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিদ্যালয় গুলোতে নতুন বই বিতরনের বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম বলেন বছরের প্রথম দিনেই বান্দরবান জেলার ৪৩৫টি বিদ্যালয়ে একযোগে নতুন বই বিতরন কর্মসূচি চলছে।এছাড়া উপজেলায় বসবাসকারী ১১টি সম্প্রদায়ের মধ্যে চাকমা, মার্মা ও ত্রিপুরা সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝেও পাঠ্যবই বিতরণের পাশাপাশি নিজ মাতৃভাষার বই বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি সম্প্রদায়ের মধ্যে বিতরণ চলবে।