বান্দরবান কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচনে সভাপতি মামুন,সাধারণ সম্পাদক রুহুল
বান্দরবান কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচনে আব্দুল্লাহ আল মামুন চৌধুরী সভাপতি ও রুহুল আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বান্দরবান কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচন-২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
৩০আগস্ট শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসকের সভাকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
মোট ১৮১ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটের ৯২.২৬ শতাংশ।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো: আব্দুল্লাহ আল মামুন চৌধুরী (প্রতীক: চেয়ার) ও হ্লাচিং মং মার্মা (প্রতীক: মুকুট)। এতে মো: আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বিপুল ব্যবধানে ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী হ্লাচিং মং মার্মা পান ৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন উচমং মার্মা (প্রতীক: টেলিভিশন) ও মো: রুহুল আমিন (প্রতীক: ঘুড়ি)। এতে মো: রুহুল আমিন ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হন এবং প্রতিদ্বন্দ্বী উচমং মার্মা পান ৫৯ ভোট। নির্বাচন পরিচালনা করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শামীমা আক্তার।
ফলাফল ঘোষণার পর নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে সমিতির কল্যাণ ও উন্নয়নমূলক কাজে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।