বান্দরবান জেলা মডেল মসজিদের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে উপদেষ্টা ড.আফম খালিদ হোসেন
মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তি ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি ফলক উন্মোচন করেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল আওয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. শহিদুল আলম, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, ব্রিগেডিয়ার জেনারেল এম এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি, জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি, পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, আব্দুস ছালাম খান (সিনিয়র জেলা ও দায়রা জজ),পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো.মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ও বান্দরবান পৌর প্রশাসক এসএম মনজুরুল হক,বান্দরবান গণপূর্ত অধিদফতর নির্বাহী প্রকৌশলী অভিজিৎ চৌধুরী,সিনিয়র সহকারী প্রকৌশলী সুমিত রায়,সাবেক সেনা অফিসার কর্নেল মো: আয়ূব, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মো: নাসির উদ্দীন, বান্দরবান জেলা জামায়াতের আমীর এসএম আব্দুস ছালাম আজাদ, বান্দরবান ইসলামিক ফাউণ্ডেশন উপপরিচালক মো সেলিম উদ্দিন, বান্দরবান জেলা মুসলিম ওয়েল ফেয়ার এসোসিয়েশনের মূখ্য সমন্বয়ক আলহাজ্ব আবুল কাশেম সওদাগর,বান্দরবান জেলা ট্রাক মালিক সমিতির নব নির্বাচিত সভাপতি শফিকুল আলম বাবুল প্রমুখ।