মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার: বান্দরবান সদর উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত২৮জুলাই সকালে সদর উপজেলা ছাত্রলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে বান্দরবান অরুণ সারকী টাউন হলে এ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি চিংসাই মারমা এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা।
এসময় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি রাকিব হোসেন, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক উসিংহাই রবিন বাহাদুর, উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কাউছার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীল, সদর উপজেলা ছাত্রলীগের আরিফুল ইসলাম আরিফ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
প্রধান অতিথি বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান সদর উপজেলা শাখার আংশিক কমিটির ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হ্লামংনু মারমা (হ্লাগ্য), সহ-সভাপতি মিংমংউ মারমা, সহ-সভাপতি চসিংমং মারমা, সহ-সভাপতি মাসুম চৌধুরী। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রফিকুল ইসলাম সিয়াম। যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা,যুগ্ম-সাধারণ সম্পাদক এমেসসি বড়ুয়া। সাংগঠনিক সম্পাদক থুইমংসিং মারমা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামীলীগ প্রতিষ্ঠার আগে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পর সর্বপ্রথম মাতৃভাষা বাংলার জন্য সংগ্রাম করেছিল। আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের গৌরবোজ্জল ভুমিকা ছিল। বাংলা ভাষার জন্য প্রাণ দিতে হয়েছিল অনেককে। তারপর আমরা আমাদের ভাষা হিসেবে বাংলাকে পেয়েছি।