Thursday , 25 April 2024
শিরোনাম

বান্দরবান ১নং রাজবিলা ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের জন্য উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার: বান্দরবান সদর উপজেলার ১নং রাজবিলা ইউনিয়ন পরিষদ এর ২০২২-২০২৩অর্থ বছরের জন্য উম্মুক্ত বাজেট সভা ১নং রাজবিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভা কক্ষে ৩১মে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। ১নং রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু মারমা এর সভাপতিত্বে ও ১নং রাজবিলা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সাইফুদ্দীন (লিটন) এর সঞ্চালনায় উম্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মুহাম্মাদ আলী, ১নং রাজবিলা ইউপি’র ১,২,৩নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার খ্যাইমেচিং মারমা, ৪,৫,৬নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার সুইওয়াইচিং মারমা, ৭,৮,৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার আনু চিং মারমা, রাজবিলা ১নং ওয়ার্ডের ইউপি সদস্য লাল চুং মারমা, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য পাই সুই অং মারমা, ৩নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য সুই চাউ মারমা, ৪নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য সুই সা চিং মারমা,৫নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ বাদশা আলমগীর, ৬নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য পাই সুই উ মারমা, ৭নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য উসুই সিং মারমা, ৮নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মংয়নু মারমা, ৯নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য পাইসিংমং মারমা। জিও এনজিও প্রতিনিধিগন, গ্রামপুলিশগনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ রাজবিলা ইউনিয়নের বিভিন্ন এলাকার পাড়া কারবারী, এলাকার প্রবীন মুরব্বী স্থানীয় জনসাধারণ সচেতন নারী ও পুরুষ সকল পেশার মানুষ উম্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন।

বাজেট অধিবেশনে বক্তারা বলেন, আজকের এই বাজেট সভাটি অন্ত্যান্ত গুরুত্বপূর্ণ একটি সভা,এই সভার মাধ্যমে আপনারা জানতে পারবেন,একজন নাগরিকের কি কি দায়িত্ব রয়েছে রয়েছে একটি স্বাধীন দেশে বসবাস করতে হলে, এই বাজেট সভার উপর ভিত্তি করে সরকার আপনাদের ইউনিয়নের উন্নয়নে বরাদ্ধ পাঠাবে। তাই আপনারা নির্ধারিত কর সমূহ নির্ধারিত সময় পরিশোধ করবেন,তাহলে এলাকার উন্নয়ন করা সম্ভব হবে। বর্তমান সরকার ইউনিয়ন পর্যায় সরকারী সেবা সমুহ জনগনের দৌড় গোড়াই পৌছে দিতে বদ্ধ পরিকর,মানুষের মৌলিক চাহিদা অন্ন,বস্ত্র, বাসস্থান,শিক্ষা,চিকিৎসা এই সেবা গুলো প্রতিটি গণতন্ত্র রাষ্ট্রের সরকার কর্তৃক জনগনের অধিকার সমূহ জনগণের কাছে পৌছে দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সরকার,আমরা সরকারের একটি অংশ। রাজস্ব আয় ১২৭০৫৫০/-
উন্নয়ন আয় ৪৮৫৫৭২০/-
মোট আয় ৬১২৬২৭০/-
রাজস্ব বয় ১১০০০০০/-
উন্নয়ন বয় ৪৭২০৮০০/-
মোট বয় ৫৮২০৮০০/-
সম্ভাব্য বাজট সার সংক্ষেপ রাজবিলা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সাইফুদ্দীন (লিটন) সভায় তুলে ধরেন/ উত্তাপন করেন। উন্মুক্ত বাজেট সভায় সভাপতির বক্তব্যে রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্য অং প্রু মারমা বলেন,আজ আমার ১নং রাজবিলা ইউনিয়ন পরিষদ বাসীর জন্য এই ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য উম্মুক্ত বাজেট সভাটি অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি সভা, এই সভায় আমাদের বাৎসরিক আয় ও ব্যায় হিসাব তুলে ধরা হয়েছে। আমরা বসতবাড়ী,ব্যবসা প্রতিষ্ঠান,বিভিন্ন কৃষি পণ্য,গৃহ পালিত পন্য,বিভিন্ন ফসল এর উপর যে কর বা টেক্স ধার্য করেছি,তার উপর ইতিমধ্যে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত পেশ করেছেন,তা আমরা বিবেচনায় এনে পরবর্তীতে সংসুধন করা হবে। আপনারা এলাকার কোথায় কি কি সমস্য,জনগণের কি কি প্রয়োজন আছে তা আপনারা ইতিমধ্যে তুলে ধরেছেন,আমরা এলাকার উন্নয়নে বিশ্বাসী,এলাকার রাস্তা-ঘাট, মসজিদ -মাদ্রাসা,খিয়াং-মন্দির,স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সর্বপরি জনগণের উন্নয়ন করা আমাদের লক্ষ্য ও উদ্যোশ্য। এই উন্নয়নে আপনারাও অংশিদার,আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর সমাজ,রাষ্ট্র গড়ে তুলি,উন্নয়নমূলক রাষ্ট্র গড়তে আমরা সরকারকে সহযোগিতা করি। সভায় সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ বক্তব্য প্রদান করেন।

Check Also

বাংলাদেশে বিনিয়োগে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x