হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষ সহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। আহতদের বাহুবল ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মানিকপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সংঘর্ষ চলাকালে বিভিন্ন বাড়িঘর বাড়িঘর ভাংচুর করা হয়। এদিকে,ঘটনার উস্কানিদাতা হিসেবে মেম্বার আঃ রউফকে পুলিশ আটক করেছে।
জানা যায়, একই গ্রামের সফিক মিয়া ও আঃ গফুরের মাঝে সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে সফিক মিয়াকে ঘাস নিতে বাধা দেয় গফুর মিয়ার লোকজন। একপর্যায়ে মেম্বার রউফ গফুরের লোকজনের পক্ষ নিয়ে সংঘর্ষের উস্কানি দিলে উভয়পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে মেম্বার আঃ রউফ (৪৫), সামছু (২৪), আমিন উদ্দিন (৩০), দানিছ মিয়া (২৫), দানিছ মিয়া (৪০), আশিক (৪৫), মতিউর (৪০), নুরুল (৩৫), সফিক (৪৬), রহিমা (৩২) সহ অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হন।
বাহুবল মডেল থানার ওসি সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।