হবিগঞ্জ প্রতিনিধি ঃঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় শীতকালীন প্রশিক্ষণ ২০২২-২৩ উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার ২৮ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বাহুবল উপজেলার পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান, এনডিসি, পিএসসি কমান্ডার (৩৬০ ব্রিগেড), লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মাসুম, এফসিপিএস, এমসিপিএস, ডিও অধিনায়ক (৭৫ ফিল্ড এ্যাম্বুলেন্স)সহ বিভিন্ন সেনা কর্মকর্তা ও শতাধিক সেনা সদস্য।
এ সময় অর্থোপেডিক্স, মেডিসিন, গাইনী ও চক্ষুসহ বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ বিভিন্ন রোগের প্রায় সহস্রাধিক রোগীদের চিকিৎসা প্রদান এবং বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করেন।
সেনাবাহিনীর উক্ত চিকিৎসা প্রদান প্রদান অনুষ্ঠানে চিকিৎসা নিতে আসা টেনু মিয়া ( ১০০), দুধা মিয়া (৭৫), জহির মিয়া (৭০), ছুরুক মিয়া (৮০), মৌলদ হোসেন (মৌলদ গাজী) (৭৫), কদবানু ( ৭০), শাহ জাহিদ (৬২), শওকত তালুকদার (৭০)সহ বিভিন্ন রোগীগণ জানান, বাংলাদেশ সেনাবাহিনীর এ চিকিৎসা প্রদান অনুষ্ঠানে দায়িত্বরত বিশেষজ্ঞ চিকিৎসকগণ খুব আন্তরিকতার সহিত চিকিৎসা প্রদান করেছেন এবং ফ্রি ঔষুধপত্র দিয়েছেন। এতে এলাকার প্রবীন মহিলা-পুরুষসহ চিকিৎসা নিতে আসা সকল রোগীগণ সন্তোষ প্রকাশ করেছেন।
আগামি ২ জানুয়ারি ২০২৩ ইং তারিখে উক্ত মাঠে দ্বিতীয় দফা এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে বলে দায়িত্বরত সেনা কর্মকর্তারা জানিয়েছেন।