আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির জাতীয় কাউন্সিল কবে হয়েছিলো? যারা দলের মধ্যে গণতন্ত্র চর্চা করে না, তারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কীভাবে? নির্বাচনে প্রমাণ হবে কারা বেশি জনপ্রিয়।
সোমবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জাতীয় সম্মেলন উপলক্ষে প্রচার ও প্রকাশনা উপকমিটির প্রস্তুতি সভা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির জনপ্রিয়তা দেখে নাকি আওয়ামী লীগ ঈর্ষান্বিত। অথচ, দৃশ্যমান কোনো কাজ বিএনপি দেখাতে পারেনি তাদের শাসনামলে। হারানো হাওয়া ভবন ফিরে পেতে বিএনপি টেকব্যাক আন্দোলন করছে। দল বা সংগঠন করার জন্য তাদের কোনো লোক দরকার নেই। লোক দরকার বিদেশিদের কাছে নালিশ করার জন্য।
তিনি বলেন, অপপ্রচার চলছে, তাদের জবাব দিতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে, অতি উৎসাহী হয়ে দলের মধ্যে বিভেদ সৃষ্টি না করতে নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সামনে আওয়ামী লীগের সম্মেলন, তবে, বিশ্ব সংকটের কারণে এ আয়োজন জাঁকজমকপূর্ণ হবে না বলেও জানান তিনি।