বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে আহ্বায়ক করে অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটিতে সদস্য সচিব হিসেবে নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো: শহীদুল্লাহ (সবুজ) দায়িত্ব পেয়েছেন।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের ওপেনিং মেম্বারশিপ ড্রাইভ’ অনুষ্ঠানে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
বিএসএমএমইউ প্রতিষ্ঠিত হওয়ার ২৪ বছর পর এই প্রথম এই প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষা নেয়া শিক্ষার্থীদের পেশাগত জীবনের মানোন্নয়ন, উন্নততর করার লক্ষ্য ও ঐক্যবদ্ধ করার লক্ষে এ কমিটি গঠন করা হয়।
গত ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার এ আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
এসময় উপাচার্য বলেন, দীর্ঘ ২৪ বছরের অচলায়তন ভেঙ্গে অ্যালামনাই এসোসিয়েশনের যাত্রা শুরু হলো।এ সংগঠনের সকল সদস্যরা ঐক্যবদ্ধভাবে পেশার মানোন্নয়নে নানান পদক্ষেপ নেবে। সদস্যদের বিপদে আপদে সবাই একসঙ্গে থাকবে। আমরা খুব শীঘ্রই নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করব।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যারা হলেন বেসিক সাইন্স এন্ড প্যারা ক্লিনিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ডা.শিরিন তরফদার, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু, শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা.দেবতোষ পাল।বাসস