বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কাপ্তাইয়ে স্থাপনের দাবিতে মানববন্ধন
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাঙামাটির কাপ্তাই উপজেলায় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টা ২০ মিনিটে কাপ্তাই উপজেলা সদরের চট্টগ্রাম–কাপ্তাই সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কাপ্তাই উপজেলার ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ, সাবেক ও বর্তমান কৃতি খেলোয়াড়সহ সর্বস্তরের জনগণ “বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটি, কাপ্তাই”–এর ব্যানারে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, খেলাধুলায় কাপ্তাইয়ের রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য। আন্তর্জাতিক, জাতীয়, জেলা ও বিভাগীয় পর্যায়ে কাপ্তাইয়ের সন্তানরা দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে প্রতিনিধিত্ব করছেন। এমনকি রাঙামাটির মারী স্টেডিয়াম যার নামে নামকরণ করা হয়েছে, তিনিও কাপ্তাইয়ের সন্তান।
বক্তারা আরও বলেন, সরকারের উদ্যোগে কাপ্তাই উপজেলায় বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু একটি মহল এ উদ্যোগের বিরোধিতা করছে। তাই তারা দ্রুত কাপ্তাইয়ে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কার্যক্রম বাস্তবায়নের জোর দাবি জানান।
মানববন্ধন কর্মসূচির সঞ্চালনা করেন কাপ্তাই বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী ও কৃতি খেলোয়াড় মাহাবুব হাসান বাবু।
এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কমিটির আহ্বায়ক দিলদার হোসেন, ক্রীড়া সংগঠক ডা. রহমত উল্লাহ, সাবেক কৃতি ফুটবলার আসলাম খাঁন, জামাল উদ্দিন, চম্রিং রাখাইন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কৃতি খেলোয়াড় নুর নাহার বেগম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কবি মুহাম্মদ মুহসিন, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, ক্রীড়া সংগঠক মো. জাকির হোসেন ও যুব সংগঠক মো. ইব্রাহীম।
মানববন্ধন শেষে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের মাধ্যমে রাঙামাটি জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
ছবির ক্যাপশন: কাপ্তাইয়ে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনের দৃশ্য।