Saturday , 20 April 2024
শিরোনাম

বিচারের দিন ঘনিয়ে আসছে-: আবদুল আউয়াল মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘বর্তমান সরকারের অবৈধ প্রধানমন্ত্রীর অপরাধ সীমাহীন। তিনি দিনের ভোট রাতে করেছেন। অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন। অন্যায় ভাবে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছেন। দেশটাকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন।

মিথ্যা মামলা দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না। বিচারের দিন ঘনিয়ে আসছে। দেশের জনগণই এই অবৈধ সরকারেরর মন্ত্রী এমপিদের বিচার করবে।’

১৪ মে শনিবার বিকেলে চাঁদপুরে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি’র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশ আবদুল আউয়াল মিন্টু আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনগণের যে কষ্ট হচ্ছে তারই প্রতিবাদে আজকের এই সমাবেশ। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। না হয় জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো।

সমাবেশে সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, শেখ হাসিনার কাছে আমরা বিচার চাই না। বিচারের সময় ঘনিয়ে আসছে। আওয়ামী লীগ পালানোর সময় পর্যন্ত পাবে না।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক খলিল গাজী, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবরের যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিশ দলীয় জোটের শরীক এনডিপির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব ক্বারী আবু তাহের পাটওয়ারী, বাগেরহাট ৪ আসনের সাবেক এমপি প্রার্থী খায়রুজ্জামান শিপন,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এমএ হান্নান।

আরো বক্তব্যে রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক সলিমুস সালাম, শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন জেলা ওলামা দলের সভাপতি মাওঃ জসিম উদ্দিন। এর আগে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে উপস্থিত হয়।

Check Also

ওমরাহ থেকে ফেরার সময় নির্ধারণ করে দিল সৌদি আরব

হজ শুরুর আগে যারা ওমরাহ পালন করতে গিয়েছেন তাদের ফিরে যাওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x