নিজস্ব প্রতিনিধি।।
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত কৃষি প্রযুক্তি হস্তান্তর কর্মশালা- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২৪ জানু/২০২৩ তারিখ সকাল ১০ ঘটিকায় বিজেআরআই সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জীবন কৃষ্ণ বিশ্বাস, নির্বাহী চেয়ারম্যান, কৃষি গবেষণা ফাউন্ডেশন।
কর্মশালায় সভাপতিত্ব করেন ড. মোঃ আবদুল আউয়াল, মহাপরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।
এছাড়াও কৃষি মন্ত্রণালয়ের সভা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন পাট শিল্প উদ্যোক্তা, পাট ও পাট বীজ উৎপাদনের বিভিন্ন জেলা প্রতিনিধি, বিভিন্ন প্রেস মিডিয়া, বিজেআরআই আঞ্চলিক কেন্দ্র ও উপকেন্দ্র এর সংশ্লিষ্ট প্রতিনিধি, বিজেআরআই এর বিভন্ন বিজ্ঞানী-কর্মকর্তাগণ এবং সভা সংশ্লিষ্ট অন্যান্য সকালে উপস্থিত ছিলেন।