Friday , 28 June 2024
শিরোনাম

বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারালেও এনডিএ পেয়েছে ২৯৭ আসন

ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল দৃশ্যমান হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংখ্যাগরিষ্ঠতা হারালেও তার জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ২৯৭টি আসন জিতেছে। এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২টি আসন।

অপরদিকে, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) জোট পেয়েছে ২৩২টি আসন।

 

অন্যান্য দল মিলে ২০৪টি আসন পেয়েছে। অন্যদের মধ্যে তৃণমূল পেয়েছে ২৯টি আসন।

 

এককভাবে দল হিসেবে ২৪১টি আসন পেয়েছে বিজেপি। আর কংগ্রেস পেয়েছে ৯৯টি।

 

এদিকে কমিশন ঘোষিত ৫৩ আসনের ৩৬টিই জিতেছে বিজেপি।

মোদির এনডিএ জোট সরকার গঠনের জন্য এখন পর্যন্ত ২৯৭টি আসনে এগিয়ে রয়েছে। যার মধ্যে বিজেপি এককভাবে এগিয়ে আছে ২৪১টি আসনে।

অন্যদিকে, রাহুল গান্ধীর ইন্ডিয়া জোট এগিয়ে আছে ২৩২টি আসনে। এর মধ্যে কংগ্রেস এককভাবে এগিয়ে রয়েছে ৯৯টি আসনে।

Check Also

গৌরীপুরে বিনামুল্যে কৃষকদের সার ও ধানবীজ বিতরণের উদ্বোধন করলেন এমপি নিলুফার আনজুম পপি ।

দিলীপ কুমার দাস ময়মনসিংহ । ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ১৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x