Wednesday , 24 April 2024
শিরোনাম

বিজ্ঞান আর প্রযুক্তির কোন বিকল্প নেই-শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি

মাসুদ রানা চাঁদপুর সদর প্রতিনিধিঃ- ২ আগষ্ট শুক্রবার বেলা ১২ টায় চাঁদপুর হাসানআলী উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

তিনি বলেন চাঁদপুরের ইতিহাসে সবচেয়ে বড় বিজ্ঞান উৎসব, আমরা এখন বিজ্ঞান প্রযুক্তির যুগে আছি, এই বিজ্ঞানের প্রযুক্তির যুগে নিজেদেরকে বিজ্ঞান মনোস্ক করে গড়ে তোলা এবং প্রযুক্তি বান্ধব, নিজেদেরকে প্রযুক্তি উদঘাটনে দক্ষ, প্রযুক্তি ব্যবহারে দক্ষ, মানবিক সৃজনশীল মানুষ হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে হলে বিজ্ঞান আর প্রযুক্তির কোন বিকল্প নেই, আমার খুব ভালো লেগেছে তোমাদের প্রজেক্ট গুলো দেখে, অনেক গুলো প্রোজেক্ট ছিলো যেমন সোলার এনার্জি, হাইড্রো পাওয়ার ইত্যাদি। এই যে চিন্তা গুলো আমাদের ছেলে মেয়েরা করছে তাতে এটাই প্রমাণ করে যে আমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল এবং আমরা খুব আশাবাদী কারণ আমাদের ছেলে মেয়েরা এখনই শুধু দেশের না বৈশ্বিক সমস্যা নিয়ে ভাবছে সাথে সাথে সমাধানের উপায় খুজে বের করছে। আমি দেখেছি স্মার্ট সিটি বার বার এসছে অর্থাৎ আামাদের শহর গুলো যেন অনেক বেশি সুন্দর হয়, সুশৃঙ্খল হয়, সুপরিকল্পিত হয় সেখানে যেন নাগরিক সুবিধা সবকিছু থাকে, আমরা আশাকরি তোমরা যখন বড় হবে তখন এই চাঁদপুর শহর সহ সাড়া বাংলাদেশের প্রতিটি শহর তেমনি আদর্শ শহর হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন করোনার মধ্যেও এই হাসান আলী গভঃর্মেন্ট হাই স্কুল ভার্চ্যুয়ালি সাড়া বাংলাদেশ ব্যাপী অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে একটা সাইন্স ফেয়ার করেছিলো সেই সুবাদে আমি জানি তোমরা অনেক বড় বড় কাজ করতে পারো খুব সফলভাবে।

এই সাইন্স ক্লাবে প্রায় ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠান যুক্ত হয়েছে, ৯৫ টি প্রজেক্ট আছে, ৪ হাজারের মত শিক্ষার্থী এর সংগে যুক্ত আছে, তারসংগে এই যে একটা প্রতিযোগিতা সব মিলিয়ে আসলেই একটা দারুণ উৎসব উপভোগ করলাম।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বিজ্ঞান ক্লাবের প্রধান উপদেষ্টা আবিব মুনতাসিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌর সভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক এড মজিবুর রহমান ভূইয়া, হাসান আলী বিজ্ঞান ক্লাবের সভাপতি আসরাফ সাহান।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ আহমেদ, জেলা শিক্ষা অফিসার,

Check Also

কয়রায় নীতি সমস্যা বিশ্লেষণ ও সমাধান কৌশল বিষয়ক প্রশিক্ষণ

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার কয়রায় ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধি ও উপজেলা ভিত্তিক (সিএসও) নেটওয়ার্ক সদস্যদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x