মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টারঃ
পার্বত্য অঞ্চল চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দের সাথে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ এর মতবিনিময় ও জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠান ঢাকায় বারিধারা প্রেসিডেন্টপার্কে ২সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান দয়াল বড়ুয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর আইন ও রাজনৈতিক উপদেষ্টা এডভোকেট কাজী রুবাইয়েত হাসান, যুগ্ন মহাসচিব মেজর (অবঃ) সিকদার আনিসুর রহমান, যুগ্ন মহাসচিব সৈয়দ জুবায়ের আহমেদ, যুগ্ন মহাসচিব মো: গোলাম মোস্তফা পাটোয়ারী, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি’র আহ্বায়ক আলহাজ্ব বাসেদ আহমেদ, শহিদ প্রেসিডেন্ট হোসেন মুঃ এরশাদ এর পুত্র এরিক এরশাদ,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সামশুল আলম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বান্দরবান জেলা শাখার সভাপতি আলহাজ্ব কাজী নাসিরুল আলম,সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আথোমং মারমা সুমন ক্যশৈং, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, রাঙ্গামাটি জেলা সভাপতি নিরাপদ তালুকদার,সাধারণ সম্পাদক, খাগড়াছড়ি জেলার সভাপতি,সাধারণ সম্পাদক সহ জাতীয় পার্টির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটি,খাগড়াছড়ি ও বান্দরবান জেলা থেকে জাতীয় পার্টির উল্লেখযোগ্য সংখ্যক নেতৃবৃন্দ জাতীয়পার্টি (জাপা) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ এর ডাকে সাড়া দিয়ে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ মহোদয়ের হাতে ফুল দিয়ে ও উত্তরিউ পরিয়ে যোগদান করেন। এসময় জাতীয় পার্টি জাপা এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন প্রসঙ্গে কোন মন্তব্য করা জিএম কাদেরের মুখে শোভা পায় না। কেননা তিনি নিজেই দলীয় গনতন্ত্র কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেই অবৈধভাবে চেয়ারম্যান সেজে বসে আছেন।